ইনসাইট ইসলাম: সংক্ষিপ্ত পরিচিতি
ইনসাইট ইসলাম একটি গবেষণা ও প্রকাশনাভিত্তিক বাণিজ্যিক প্রতিষ্ঠান, যা সকলের জন্য উন্মুক্ত এবং প্রধানতঃ সামাজিক ব্যবসা মডেল ভিত্তিতে পরিচালিত। ইনসাইট ইসলামের প্রধান কার্যক্রমসমূহের মধ্যে রয়েছে ইসলামী গবেষণা পরিচালনা, ইসলামী পরিসেবাসমূহ তৈরি, প্রকাশনা এবং মানবকল্যানে নিবেদিত সমাজকল্যানমূলক কর্মসূচী। ২০২২ সালে প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান এটি প্রতিষ্ঠা করেন। তিনি বর্তমানে প্রতিষ্ঠানটির কার্যনির্বাহী পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠানটির নিবন্ধন নম্বর: ২৯৮/২০২১-২০২২। কুরআন ও সুন্নাহর আলোকে জীবনঘনিষ্ঠ বিভিন্ন বিষয়ে মৌলিক গবেষণা পরিচালনা, মানবসম্পদ উন্নয়ন এবং পরিসেবাসমূহ তৈরির মাধ্যমে ইসলামের প্রচার ও প্রসার করা ইনসাইট ইসলামের অন্যতম লক্ষ্য। আল্লাহ রাব্বুল ‘আলামিনের সন্তুষ্টি অর্জন, ইসলামী শরীয়ার ভিত্তিতে সকল কার্যক্রম পরিচালনা এবং কুরআন ও সুন্নাহ ভিত্তিক মধ্যমপন্থা অবলম্বন করা প্রতিষ্ঠানটির অন্যতম মূলনীতি।
মিশন/অভিলক্ষ্য (Mission):
কুরআন ও সুন্নাহর আলোকে জীবনঘনিষ্ঠ বিভিন্ন বিষয়ে মৌলিক গবেষণা পরিচালনা, মানবসম্পদ উন্নয়ন এবং পরিসেবাসমূহ তৈরির মাধ্যমে ইসলামের প্রচার ও প্রসার।
উদ্দ্যেশ্য (Objective):
- ইসলামের বিশুদ্ধ জ্ঞান চর্চা ও এর অন্তর্নিহিত সৌন্দর্য বিকাশের মাধ্যমে বিভিন্ন ভুল ধারণার অপনোদন এবং মতভেদপূর্ণ বিষয়ে মতপার্থক্য কমিয়ে ভারসাম্য তৈরী করা।
- আধুনিক গবেষণা পদ্ধতি ও তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে সমসাময়িক বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি সহজবোধ্য উপায়ে তুলে ধরা এবং শিক্ষা-গবেষণায় টেকসই উন্নয়ন ও মানবকল্যাণকে প্রাধান্য দেয়া।
- নৈতিক ও আধুনিক মননসম্পন্ন গবেষক ও লেখক তৈরি করা এবং মানসম্মত গ্রন্থ প্রকাশ ও প্রচারের ব্যবস্থা করা।
- নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উজ্জীবিত জাতি গঠন এবং জনকল্যাণমূলক কার্যক্রমে অংশগ্রহণ করা।
- জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে কার্যক্রম পরিচালনা করা।
কার্যক্রমসমূহ (Program of Activities):
- ইসলামী গবেষণা
- ইসলামী পরিসেবাসমূহ
- প্রকাশনা
- সমাজকল্যাণ
মূলনীতি (Principles/guideline):
- সকল কর্মকান্ডের মূল উদ্দেশ্য হবে আল্লাহ রাব্বুল ‘আলামিনের সন্তুষ্টি অর্জন।
- সকল কার্যক্রম পরিচালনার মূলনীতি হবে ইসলামী শরীয়ার মূলনীতি ভিত্তিক।
- মতপার্থক্যে অথবা মতভেদপূর্ণ বিষয়ে "إدْفَعْ بِالَّتِي هِيَ أَحْسَنُ" (উৎকৃষ্ট দ্বারা মন্দ প্রতিহত কর) মহান আল্লাহর এ নীতির অগ্রাধিকার প্রদান।
প্রাতিষ্ঠানিক কাঠামো:
- স্বত্বাধিকারী
- কার্যনির্বাহী পর্ষদ
- অন্যান্য পর্ষদ
- বিভাগসমূহ
স্বত্বাধিকারী:
প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান
কার্যনির্বাহী পর্ষদ:
- প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান
- ড. মোঃ মোশাররফ হোসাইন
- ড. এ.বি.এম. আব্দুল্লাহ
- নূরুদ্দীন মুহাম্মদ আলী জামি
- হুমায়ূন রশীদ
অন্যান্য পর্ষদ:
প্রাতিষ্ঠানিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার লক্ষ্যে খ্যাতিমান গবেষক, লেখক ও ভাষাবিদদের সমন্বয়ে এক বা একাধিক সম্পাদনা পর্ষদ এবং জাতীয় ও আন্তর্জাতিক বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্বীকৃত গবেষণা প্রতিষ্ঠান প্রধানদের সমন্বয়ে একটি উপদেষ্টা পর্ষদ থাকবে। এছাড়াও বিভিন্ন প্রজেক্ট বাস্তবায়নের জন্য তালিকাভুক্ত দাতা পর্ষদ ও স্বেচ্ছাসেবক পর্ষদ বৃন্দ থাকবেন।
সম্পাদনা পর্ষদ (গবেষণা)
সম্পাদনা পর্ষদ (অনুবাদ)
সম্পাদনা পর্ষদ (প্রশ্নোত্তর)
উপদেষ্টা পর্ষদ
দাতা পর্ষদ
স্বেচ্ছাসেবক পর্ষদ
বিভাগসমূহ:
- প্রশাসনিক
- গবেষণা
- অনুবাদ ও প্রকাশনা
- তথ্যপ্রযুক্তি
- উন্নয়ন
বিভাগীয় বর্তমান দায়িত্বসমূহ:
প্রশাসনিক
(এডমিন, ফাইন্যান্স, এইচআর এন্ড প্লানিং)
প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান
গবেষণা
(জেনারেল রিসার্চ, কোয়েশ্চেন এন্ড এনসার, ডিফেন্ডিং ইসলাম, অ্যাডভান্স রিসার্চ)
ড. মোঃ মোশাররাফ হোসাইন
অনুবাদ ও প্রকাশনা
ড. এ.বি.এম. আব্দুল্লাহ
তথ্যপ্রযুক্তি
(ওয়েব, এপস, স্যোশাল নেটওয়ার্ক, সিকিউরিটি এন্ড সার্ভার ম্যানেজমেন্ট, আইওটি)
নূরুদ্দীন মুহাম্মদ আলী জামি
উন্নয়ন
(প্রেস এন্ড মিডিয়া, ভিডিও প্রোডাকশন, ইভেন্টস, কর্পোরেট স্যোশাল রেসপন্সিবিলিটিজ)
হুমায়ূন রশীদ